এবারে আক্রমণের শিকার খোদ রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রতিদিনের মতোই নিউটাউনে ‘চায়ে পে চর্চা’ ও প্রাতভ্রমণে বের হন তিনি। অভিযোগ, সেখানে আচমকাই কমপক্ষে ২৫০ জন লোক তাঁদের ওপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, এদিন লেকটাউনের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণদাড়ি রোড সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয় মানুষদের সঙ্গে ‌আলাপচারিতা করছিলেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। এমনকি রাজ্য বিজেপি সভাপতির দিকে ধেয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় তাঁদের দুজন কার্যকর্তাও আহত হয়েছেন‌।
ঘটনার বেশ কয়েকঘণ্টা বাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, ‘‘হামলার জন্য বাইরে থেকে লোক আনা হয়েছিল। একথা স্থানীয় বাসিন্দারাই বলছেন। ইচ্ছাকৃত ভাবেই ঝগড়া মারপিট করা হচ্ছে।’’
এখানেই থেমে থাকেননি তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সার্বিক পরিস্থিতির ওপর আঙুল তুলে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কোথাও দাঁড়িয়ে এক কাপ চাও খেতে পারবো না, কোথাও ঘোরাঘুরিও করতে পার‌বো না! এধরণের পরিবেশ হলে মানুষ কি নিয়ে বেঁচে থাকবেন?’’
উল্লেখ্য, ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাজ্যের দমকলমন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুর বাড়ি। বিজেপি কর্মীদের অভিযোগ, এই হামলা তাঁরই নির্দেশে হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসু। তাঁর দাবি, ‘‘মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে। সাধারণ মানুষ যা প্রতিবাদ করার তাই প্রতিবাদ করেছে।’’