‘‘ওনাকে বেঁচে থাকতে এনআরসি দেখে যেতে হবে’’ এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এনআরসি প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নোর উত্তরে দিলীপ বাবুর সাফ জবাব, ‘‘আমরা কাউকে তাড়াতে চাই না। কিন্তু যারা লুঠের উদ্দেশ্যে এরাজ্যে আসছেন তাদের বিরুদ্ধে বরদাস্ত করা হবে না। এখানকার নাগরিকদের জীবন নষ্ট করতে দেব না।’’
এদিন সাংবাদিক সম্মেলনে দিলীপ বাবু আবারও এনআরসি চালু করার বিষয় বলেন। তাঁর মতে, ‘‘১কোটির বেশি এই বাংলায় আছে। এনআরসি চালু করা হবেই।’’
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন শ্যামবাজারে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বেঁচে থাকতে এরাজ্যে এনআরসি চালু হতে দেব না।’’ তারই পরিপ্রেক্ষিতে এদিন দিলীপ বাবু এই জবাব দেন।
শুধুমাত্র এনআরসি নয়, এদিন ইস্ট ওয়েস্ট মেট্রো বিভ্রাট প্রসঙ্গেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছেন, সারা ভারতবর্ষে গণতন্ত্র নেই বলে। তার রাজত্বেই এমন অমানবিক ব্যবহার কেন? এই যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।’’
এখানেই থেমে থাকেননি তিনি। ইস্ট ওয়েস্ট মেট্রোর রুট বদলের দায়ও মমতার সরকারের ওপর চাপালেন তিনি। এদিন তিনি বলেন, ‘‘নিজেদের স্বার্থে প্ল্যান ঘুরিয়ে দিয়েছেন। যার ফলে দেরী হচ্ছে এবং খরচও বেশি হচ্ছে। উনি ক্ষেপামি করে সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’’
এদিনের সাংবাদিক বৈঠকে তিনি নানুরে নিহত বিজেপি কর্মীর প্রসঙ্গও টেনে আনেন। পাশাপাশি, বুধবার রাজ্য বিজেপি নেতৃত্বর সিইএসসি অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গেও রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.