‘আপনারা যদি না মারতে পারেন, তাহলে তো আপনারা বিজেপি কার্যকর্তাই নন’ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে কার্যত এভাষাতেই সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুরের মেচাদায় এক দ‌লীয় কর্মসূচীতে যোগ দেন রাজ্য বিজেপি সভাপতি। সভা থেকেই ফের একবার রাজ্যের শাসক দল তথা তৃণমূলকে একহাত নেন তিনি।
এদিন তৃণমূলের বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি আরও বলেন, ‘পুলিশ হোক বা টিএমসি হোক মারবেন, দায়িত্ব আমার। ওদের চামড়া মোটা হয়ে গেছে। সব তেল খুলে নেব, সব ঘি ঝরে যাবে। চামড়া পাতলা করে দেব।’
এখানেই থেমে থাকেননি রাজ্য বিজেপি সভাপতি। এদিন তৃণমূলের বিরুদ্ধে সূর চড়াতে গিয়ে তিনি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারির প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘সারা দেশে অনেক লোককে শিক্ষা দিয়েছি। আরে তোমার বাপের বাপ চিদম্বরম যদি জেলের ভাত খায়, তমুই ব্যাটা কে? লোকের টাকা ঝেড়ে সম্পত্তি করেছে, এখন মাটিতে বিছানা পেতে শুতে হচ্ছে।’
বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থেকেছেন রাজ্য বিজেপির সভাপতি। একের পর এক মন্তব্য তিনি করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কিন্তু কোনও কিছুতেই তিনি পাত্তা দেন না কখনোই। বরং তৃণমূলের বিরুদ্ধে আরও সূর চড়িয়েছেন তিনি।