জেলা ডেস্ক :-

‘একটা একটা করে উইকেট পড়ছে তৃণমূলের। রাজ্যের ভবিষ্যত বিজেপিই, তাই এখন অনেকেই বিজেপিতে যোগদান করছে। ম্যাচ কোনদিকে যাচ্ছে বুঝতেই তো পারছেন’ ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে তৃণমূলকে একটা বড় ধাক্কা দিতে চলেছে তা রাজ্য সভাপতির কথাতেই একপ্রকার স্পষ্ট।
শুক্রবার কাঁথির চাউলখোলার এক কর্মীসভায় যোগ দিয়ে দিলীপ ঘোষ তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও ঘোর সমালোচনা করেন।
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থী করার মতো যোগ্য লোক নেই। যে কয়েকজন যোগ্য প্রার্থী ছিলেন তাঁদের বাদ দিয়েছেন তিনি। তিনজন অধ্যাপক ও একজন উকিলকে বাদ দিয়েছেন তিনি’, বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। ‘নাবালকদের টিকিট দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন ২৫ বছর হয়নি এমনও একজনকে টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলের কি অবস্থা তা তো বোঝাই যাচ্ছে’ এমনই বললেন দিলীপ ঘোষ।