সপ্তম দফা নির্বাচনের আগেই আসানসোল স্টেশন থেকে এক কোটি টাকা বাজেয়াপ্ত করল রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুইজন ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে স্টেশনের ৫নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল।
এরপরেই রেল পুলিশ তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ প্রায় কোটি টাকা উদ্ধার করে। আয়কর দপ্তরের আধিকারিকরা খবর পেয়ে স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জানা যায় ওই ব্যক্তি
দিলীপ ঘোষয়ের প্রাক্তন আপ্তসহায়ক ছিলেন। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন’ ‘উনি ভোটের কাজ এ ছিলেন কিছুই জানে না। ঠিক কি ঘটনা ঘটেছে খবর নিতে হবে।’ তবে এই পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে রেল পুলিশ।