সিঙ্গুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। এদিন নিমতলা ঘাটে ভূতনাথ শিবমন্দিরে পুজো দিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘সিঙ্গুরের জমিতে তিন বছরে একটাও ধানের গাছ হয়নি। পুরোটাই কাশের বনে ভর্তি হয়ে গিয়েছে। জমিতে শুধু পাথর আর লোহা ভর্তি রয়েছে। পুরো জমিটাই চাষের অযোগ্য।’’
উল্লেখ্য, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূ‌ল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর প্রসঙ্গে একটি ট্যুইটে বলেন, ‘‘সিঙ্গুরের কৃষকদের সমৃদ্ধি রক্ষা করতে আমরাই বদ্ধ পরিকর।’’
এরপরেই তার পাল্টা জবাব দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুধু জবাব নয়, সিঙ্গুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জন্য কিছুই করেননি বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ। এখানেই থেমে থাকেননি তিনি। মমতার বিরুদ্ধে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,‘‘কৃষি ও শিল্প কিছুই দেননি তিনি। সিঙ্গুর থেকে শুধুমাত্র ভোট নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বিজেপি নেতৃত্ব নিমতলা ঘাটে ভূতনাথ শিবমন্দিরে পুজো দিয়ে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচীর সূচনা করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এদিনের এই কর্মসূচী সম্পর্কে দিলীপ বাবু বলেন, ‘‘প্রতিদিনই বৃক্ষ রোপণ করতে হবে। জল সংরক্ষণ ও প্লাস্টিক বর্জনের জন্য কাজ করতে হবে।’’