একগুচ্ছ কাজের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলেন সদ্য নির্বাচিত সাংসদ দেবশ্রী চৌধুরী।
‘সারা দেশ জুড়েই কাজ করতে চাই।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই রাজ্যের মানুষ ভেবেছিলেন রাজ্যের মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। কিন্তু কিছু হয়নি।’ এদিন সাংবাদিক সম্মেলন করে কার্যত এভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সদ্য নির্বাচিত সাংসদ দেবশ্রী চৌধুরী। এমনকি রাজ্যে মহিলা সুরক্ষা ও মহিলা পাচার রুখতে কেন্দ্র যে কাজ করবে তাতে রাজ্য পূর্ণ সহযোগীতা করবে বলেও জানান তিনি। অপরদিক সোমাবার দিল্লিতে নারী ও শিশু কল্যান মন্ত্রকে একটি বৈঠকও ডেকেছেন।
এদিনের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, ‘১০০ দিনের কাজের একটা প্ল্যানিং তৈরি করা হবে।’
ইসলামপুরের বাসিন্দা রাজেশ-তাপসের মৃত্যুর বিচার যতদিন না হবে ,ততদিন লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।