Rajib Ghosh– সামনে বিধানসভা নির্বাচন। বিজেপির লক্ষ্য রাজ্যের ক্ষমতা দখল করা। সেই সময়ে নরেন্দ্র মোদি সরকার এবারের বাজেটে বাংলার জন্য যে গুরুত্ব দিয়ে কিছু প্রকল্পের ঘোষণা করবে বলে জানা গিয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলার জন্য কতকগুলি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। রেলের বাজেটে এবার বাংলা উপহার পেয়েছে খড়গপুর এবং ডানকুনি ইস্ট-ওয়েস্ট ফ্রেট করিডরে যুক্ত থাকবে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট কোস্ট ফ্রেট করিডর নির্মাণ করা হবে। পশ্চিমবঙ্গের এবং আসামের চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ হতে পারে। মহিলা এবং শিশুদের উপর জোর দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সড়ক সংস্কারের জন্য 25 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কলকাতা শিলিগুড়ি সড়কের উন্নয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 675 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে বাংলায়। এছাড়াও দেশে সরকারি গন পরিবহন ব্যবস্থার জন্য 18 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। শুধু বাংলার জন্য নয় তামিলনাড়ু এবং কেরলেও বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেইদিকে BJP-র লক্ষ্য আছে। তামিলনাড়ুতে সাড়ে তিন হাজার কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 65 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কেরলে 1100 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 65 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নকেই হাতিয়ার করে এগোচ্ছে BJP কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলায় সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করা হবে। এছাড়াও এবারের বাজেটে 75 বছরের বেশি বয়সী নাগরিকদের আয়কর জমা দিতে হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং মাঝারি সংস্থা গুলির জন্য কর ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় Finance Minister নির্মলা সীতারামন জানান, আগামী পাঁচ বছরে স্বাস্থ্যখাতে 64 হাজার 180 কোটি টাকা খরচ করা হবে। মোট বরাদ্দ করা হয়েছে দুই লক্ষ 83 হাজার কোটি টাকা। করোনার টিকার জন্য বরাদ্দ হয়েছে 35 হাজার কোটি টাকা। প্রয়োজন হলে বরাদ্দ বাড়ানো হবে বলে জানান অর্থমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.