“উনি তৃণমূলের কৃষ্ণ ঠাকুর, জেলা পার্টি অফিসকে বৃন্দাবন বানিয়েছেন” জ্যোতিপ্রিয় মল্লিককে কার্যত এভাষাতেই আক্রমন করলেন বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।
এদিন কাঁচড়াপাড়া লিচুবাগান সংলগ্ন নবাঙ্কুর ক্লাব অঞ্চলে বিজেপির পক্ষ থেকে ‘স্বচ্ছ ভারত অভিযানের’ ডাক দেওয়া হয়। সেখানে উপস্থিত থেকেই তিনি এভাষাতেই আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিককে।
এদিনের এই অভিযামে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সমর দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযান থেকে এদিন বিজপুরের সাংসদ আরো বলেন, “চারিদিকে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। কাঁচড়াপাড়ার কিছু এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।” এমনকি হালিশহরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। আর
সে কারণেই এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। এমনকি এদিন তিনি বলেন, এলাকার মানুষের দাবি দুটি পুরসভা অঞ্চলে কাজ ঠিকঠাক হচ্ছে না।
এমনকি কোনো জায়গায় উন্নয়ন নেই বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, পৌরসভার কাজ নিয়ে রীতিমতো রাজনীতি করা হচ্ছে। এবিষয়ে পৌরসভা গুলিকে চিঠি দেওয়া হলেও কোনো উত্তর পাননি বলেও অভিযোগ করেন তিনি।