ওয়েব ডেস্ক :
অভিষেক জায়ার ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা স্মাগলিংয়ে জড়িয়ে পরেছেন। এমনকি অভিযুক্তকে বাঁচাতে রাজ্য পুলিশ সক্রীয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। বর্তমানে প্রশাসন কমিশন দেখছে। রাজ্য বিজেপি এই ঘটনা নিয়ে কমিশনের দারস্থ হবে বলে জানান তিনি। মঙ্গলবার ৩রা মে প্রধানমন্ত্রীর জনসভার স্থল ব্রিগেড পরিদর্শনে যান কৈলাস বিজয়বর্গীয়। সেই সময় কৈলাস বিজয়বর্গীয় বিমান বন্দরের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর সভা নিয়ে দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। মঞ্চ থেকে দর্শক আসন সবকিছু নিয়ে এদিন কৈলাস বিজয়বর্গীয় দলীয় নেতাদের সাথে কথা বলেন।











