Rajib Ghosh– রাজীব বন্দ্যোপাধ্যায় ভদ্র, শিক্ষিত এবং কাজের মানুষ। উনি বিজেপিতে আসুন। একসঙ্গে কাজ করতে পারবো। ভালো হবে। এই ভাবেই রাজীবের উদ্দেশ্যে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি শ্যামবাজারে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কাছে রাম মন্দির নির্মান কল্পে 2 লক্ষ 40 হাজার টাকা নিধি দেন। এই টাকা তিনি সাংসদ হিসেবে পেনশন থেকে পান বলে জানান শুভেন্দু। সেখানেই তিনি Rajib-এর উদ্দেশ্যে এই কথা বলেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই Rajib Bandyopadhyay TMC-র সাম্প্রতিক কাজকর্মের জন্য অসন্তোষ প্রকাশ করছিলেন। Facebook লাইভে রাজ্যের সার্বিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তারপরেই বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। এর আগে রাজ্যের আরেক মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। রাজীব মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও MLA পদ ছেড়ে দেননি। TMC নেতা এবং রাজ্যের Minister অরূপ রায় অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হলে তাকে দেখতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার কারণে তার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর BJP যোগ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়। তবে দলের MLA পদ না ছাড়ার কারণে রাজীবের BJP যোগ নিয়ে স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। যদিও এর আগে একাধিক TMC MLA, MP, নেতারা BJP-তে যোগদান করার আগেও TMC নেতৃত্বের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তারা দলে আছেন বলেও জানান। সব্যসাচী দত্ত, অর্জুন সিং, সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী ও বিজেপিতে যোগদান করার আগে পর্যন্ত বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানা যাচ্ছিল না। তবে সেই সময়ে তাদের কার্যকলাপ কে কেন্দ্র করে BJP যোগ নিয়ে জল্পনা শুরু হয়। ফলে রাজ্যবাসী যথেষ্ট Confused ছিল। তার কিছুদিন পরেই একে একে BJP-তে যোগদান করেন। তারা ফলে রাজীব বন্দ্যোপাধ্যায় এর ক্ষেত্রেও সেই একই পদ্ধতি চলছে কিনা সেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় BJP যোগ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র সফরের আগে ফের TMC-তে ভাঙ্গন হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সেই বিষয়টি স্পষ্ট নয়। তবুও তার আগে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার TMC-র কোন কোন MLA, নেতারা BJP-তে যোগদান করবেন। এরকম সময়ে শুভেন্দু অধিকারীর রাজীব বন্দ্যোপাধ্যায় কে BJP-তে যোগ দেওয়ার আহ্বান জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।