Rajib Ghosh– বারুইপুরের মাটি, ভারতীয় জনতা পার্টির মাটি, দুর্জয় ঘাঁটি। সকলে এটা জেনে রাখুন। বারুইপুরের সভা মঞ্চ থেকে এই ভাবেই বক্তব্য রাখলেন BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন বারুইপুরের সভামঞ্চে ডায়মন্ড হারবার এর MLA দীপক হালদার BJP-তে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পৌরসভার একাধিক প্রতিনিধিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা বারুইপুরের সভামঞ্চে শুভেন্দু, রাজীব, মুকুলের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন। সেই সভায় Rajib আরো বলেন, যখন গাড়িতে করে আসছিলাম তখন দেখলাম রাস্তায় বেশ কিছু লোক দাঁড়িয়ে কালোপতাকা দেখাচ্ছে। তাই প্রমাণ করে বর্তমানে তৃণমূলের দেউলিয়া অবস্থা। এটাই প্রমাণ করে তাদের মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার সৌজন্যতা নেই। আমি মনে করি যতো তোমরা কালো পতাকা দেখাবে, যতই ঘৃন্য শব্দ প্রয়োগ করবে, যতই অপপ্রচার করবে, যতই কুৎসা করবে ততোই ভারতীয় জনতা পার্টির উপর আশীর্বাদ নেমে আসবে। আর ততোই উৎসাহিত হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব। TMC-র ভিতরে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য রাজীবের। এদিন তিনি ফের কর্মসংস্থানের পক্ষে বক্তব্য রাখেন। তার কথায়, বাংলায় কোনো স্থায়ী চাকরি নাই। বেকার যুবকরা কোনো স্থায়ী চাকরি পাচ্ছেন না। এরপরেই রাজীবের দাবি, TMC সরকারের আমলে 5 লক্ষ স্থায়ী চাকরির পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। একজন চাকরি পায়নি। বারুইপুরের সভা মঞ্চ থেকে রাজীব জানান, রাজ্যে BJP ক্ষমতায় আসলে বেকার যুবক যুবতীদের জন্য স্থায়ী চাকরির বন্দোবস্ত করা হবে। কর্মসংস্থানের জন্য শিল্পের প্রয়োজন রয়েছে। সেই শিল্প তৈরি করেনি এই রাজ্য সরকার। শুধু কেন্দ্রের সঙ্গে বিরোধ করেছে রাজ্য সরকার। এর আগে বামপন্থীরা যা করেছে তৃণমূল সরকার তাই করেছে। উনি বলেন মানুষের স্বার্থে রাজনীতি করি। তাহলে মানুষের সঙ্গে বেইমানি করব কেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে আগে। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।