‘‘বিজেপি নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলায় রক্ত দিচ্ছেন’’ অর্জুন সিংয়ের ওপর হামলার এমনই বললেন রাজ্য বিজেপি সহ সভাপতি ভারতী ঘোষ। এদিন সোনারপুরে দলীয় কর্মসূচীতে যোগ দিতে যান ভারতী ঘোষ। ভারতী ঘোষের হাত ধরে এদিন কমপক্ষে ১০০জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য, এদিনের এই কর্মসূচী থেকে ফের একবার রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি। বাংলায় গণতন্ত্রকে ‘মৃত’ বলেও উল্লেখ করেন রাজ্য বিজেপির সহ সভাপতি।
এখানেই থেমে থাকেননি তিনি। পুলিশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে যৌথ সন্ত্রাস সন্ত্রাস চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিযোগ শুধুমাত্র ভারতী ঘোষ নয়, এর আগেও বহুবার একই অভিযোগ করেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
এদিনের এই কর্মসূচী থেকে ভারতী ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই পুলিশই রাজ্যের বর্তমান নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবেন।’’ এমনকি এই সাক্ষীর ফলে তাঁরা জেলও খাটবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, এদিন সুভাষগ্রামের পেটুয়া দাসপাড়ায় জেলা কিষাণ মোর্চা আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ২৪ পরগণা বিজেপির পূর্ব সাংগঠনিক সভাপতি সুনীপ দাস।