আজ ভোট শুরুর সময় থেকেই আসরে নামলেও কেশপুরে একটি বুথে নিজের এজেন্টকে ঢোকাতে পারলেন না ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শাসকদলের মহিলা বাহিনীর মুখে পরে তাঁকে ফিরে যেতে হয়। ধাক্কাধাক্কিতে তিনি পড়েও যান। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
এই ঘটনা কেশপুরের গোটগেরায়। জানা গিয়েছে, সকালেই ভারতী ঘোষ জানতে পারেন, গোটগেরার একটি বুথে বিজেপি এজেন্টকে বসতে দিচ্ছে না তৃণমূল। তড়িঘড়ি সেখানে যান ভারতী ঘোষ।
তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের মহিলা কর্মীরা। তাঁদের অভিযোগ, সময় পেরিয়ে যাওয়ার পর বিজেপি এজেন্টকে বসানো হচ্ছে। তাই তাঁরা বাধা দিচ্ছেন। যদিও ভারতী নিজেই বিজেপি এজেন্টকে বুথের ভেতরে ঢোকানোর চেষ্টা করে। তখনই রীতিমতো মারামারি শুরু হয়। তৃণমূলের মহিলা কর্মীরা রীতিমতো প্রতিরোধ গড়ে তুলে আটকে দেয়। এই সময় ভারতী ঘোষ মাটিতে পড়ে গিয়ে আহত হন। ঘটনাস্থলে রাজ্যপুলিশ থাকলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভারতী ঘোষের। এছাড়া কেন্দ্রীয় বাহিনী ছিল না বলে অভিযোগ।
শেষ পর্যন্ত এজেন্টকে না বসিয়েই ফিরে যান ভারতী ঘোষ।