ওয়েব ডেস্ক :-
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর ঠিক রাখার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘গরম পড়ছে, বয়স বাড়ছে, মুখ্যমন্ত্রী ঘেমে উঠেছেন। মুখ্যমন্ত্রী মাথা ঠান্ডা রাখুন। সুস্থ থাকুন’ এদিন বারাসত আদালতে এসে এভাবেই মুখ্যমন্ত্রীর সুস্থতা থাকার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়! তৃণমূল নেতাদের দলত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তৃণমূলের শেষের শুরু। মানুষের কাছে পৌঁছানো ও গণতান্ত্রিক ধারা মেনে ভোটের সার্বিক প্রতিফলন ঘটনোই মূল লক্ষ্য। কাউকে জোরপূর্বক বিজেপিতে আনা হয়নি। বিজেপি চমকের কথা বললেই তৃণমূল চমকাচ্ছে।’
সেন-সেশনাল টুইট ঘিরে মুখ্যমন্ত্রীর ‘কুকথা-অকথা’ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘মুখ্যমন্ত্রী শুধু অনুব্রতর ভাষা বোঝেন, তৃণমূলের এই সংস্কৃতি উৎখাত করতেই বিজেপি এসেছেন। তৃণমূলের কাছে সংস্কৃতি শিখতে হলে বিষয়টি দুঃখের হবে!’
সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী তিনি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের দুই প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের সোশ্যাল সাইটে ট্রোল হওয়ার ঘটনাকে কার্যত সমর্থন করলেন বাবুল সুপ্রিয়।