“তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কয়লা মাফিয়াদের কাছ থেকে তোলেন। আর সেই টাকা যুবরাজের কাছে পৌঁছে দেন” নাম না করে তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত এভাষাতেই কটাক্ষ করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এখানেই থেমে থাকেননি তিনি। এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, “আমি এর আগেও একই কথা বলছিলাম। আমায় বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সত্যিটা সবসময় বলবো। আরো একটি মানহানির মামলা করলে করুক, এসে যায় না।”
উল্লেখ্য, যাদবপুরকান্ডে বর্তমানে রাজ্য রাজনীতিতে চর্চার মুখে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যাদবপুর কান্ড নিয়ে মিথ্যাচার চলছে।” এদিন যাদবপুরকান্ডে রাজ্য বামফ্রন্ট নেতৃত্বকে ফের একবার আক্রমণ করেন বাবুল। কটাক্ষের সুরে এদিন তিনি বলেন, “যাকে বলে হচ্ছিল নারী, পরে দেখা যাচ্ছে তারই গালে দাড়ি। যাকে বলা হচ্ছে আমি কুনুই দিয়ে মেরেছি, দেখছি সেই আমার জমা ছিঁড়ে দিচ্ছে। যার গেঞ্জি টেনে আমি হেনস্থা করেছি বলে অভিযোগ উঠেছে, দেখা যাচ্ছে আমি তাঁকে ডেকে বোঝাচ্ছি। বুদ্ধদেব বাবু এত ভদ্র নেতা, এটা তোমারা কি করছো?”
এদিন বাবুল সুপ্রিয়র এই মন্তব্য কোন দিকে মোর নেয় এখন সেটাই দেখার বিষয়।