এনআরসি প্রসঙ্গে এবারে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ায় একান্ত সাক্ষ্যাতকারে তিনি বলেন, “আমরা ভয়ানক মমতার বিরুদ্ধে, এনআরসি করে বিজেপি ক্ষতি করে দিচ্ছে, মমতার পক্ষে করে দিচ্ছে।”
বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বিজেপি বিরোধী হলেও মমতাকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননা অরুণাভ বাবু। তবে, এই এনআরসি প্রসঙ্গে তিনি বিজেপির পদপক্ষে মানতে নারাজ। তাঁর মতে, এনআরসি এরাজ্যে চালু হলে বিজেপি কোনঠাসা হয়ে পরবে। লোকসভা নির্বাচনে বিজেপি যতই আসন সংখ্যা হোক না কেন, এই এনআরসি চালু হলে বিজেপির পক্ষে তা মোটেই ভালো হবে না বলেও জানান তিনি। এমনকি আগামী বিধানসভা নির্বাচনে মমতার পালেই হওয়া চলে যেতে পারে বলেও মত অরুণাভ বাবুর।
পাশাপাশি তাঁর মতে, এনআরসি চালু সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হবে।
তবে, এবিষয়ে একটা কথা বলে রাখা প্রয়োজন। পৃথিবীর প্রায় সব দেশেই এনআরসি রয়েছে। তাহলে এই দেশে তা চালু করতে অসুবিধা কোথায়? এবিষয়ে এদিন তিনি বলেন, “সিঙ্গাপুরের মতো দেশে এনআরসি রয়েছে। সিঙ্গাপুরের সঙ্গে এদেশের জনসংখ্যা মাপতে পারবে না।”
এমনকি ১৩৩কোটির দেশে এনআরসি চালু করা সম্ভব নয় বলেও জানান তিনি।
বিজেপি নেতাদের দাবি, দেশে অনুপ্রবেশকারী থাকতে দেওয়া হবে না। এমনি, অনুপ্রবেশকারী চলে গেলে দেশের অর্থনীতিও উন্নতির দিকে এগিয়ে যাবে। তবে, এ বিষয়ে অরুণাভ বাবু বলেন, “অনুপ্রবেশকারী কে সেটা কিভাবে চিহ্নিত করা হবে?”