বিভিন্ন স্তরের শিক্ষক আন্দোলন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বেশ কিছুদিন আগেই বিকাশ ভবনের সামনে অনশন করে রীতিমতো দাবি আদায় করে নিয়েছেন প্রাথমিক শিক্ষকেরা। আর এবারে পথে নেমে আন্দোলনের পথে পার্শ্বশিক্ষকেরা।
পার্শ্বশিক্ষকদের এই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, শ্লীলতাহানির অভিযোগ, এই নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এবিষয়ে বিশিষ্ট আইনজীবি অরুনাভ ঘোষ বলেন, ‘পার্শ্ব শিক্ষকতো অশিক্ষিত নয়। যারা ওদের বিরুদ্ধে বলছেন তাঁরা অশিক্ষিত।’
এদিন পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে একহাত নেন অরুনাভ ঘোষ। পার্শ্বশিক্ষকদের আন্দোলন ও বেতন বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছুদিন আগেই ৪ হাজার টাকা থেকে বেতন বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। ওরা কিভাবে লাফিয়ে লাফিয়ে বেতন বাড়বে?’
এবিষয়ে অরুনাভ বাবুর কড়া জবাব, ‘৪,৫,৬ বা ৮ হাজার একটা মাইনে হল? একটা সামান্য ডাল-ভাত খেতে গেলেও ১০০টাকা চলে যায়। সল্টলেকে বাড়িতে বাড়িতে যারা কাজ করে হোল টাইমার যারা তাদের বেতন প্রায় ১৬হাজার টাকা।’ এখানেই থেমে থাকেননি তিনি। ১০ হাজার টাকা বেতন প্রসঙ্গে সরাসরি মমতার দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘১০ হাজার টাকায় কি ওনার সংসার চলবে?’
অপরদিকে ‘দিদিকে বলো’ প্রসঙ্গে অরুনাভ বাবু জানান, ‘এখন তিনি বুঝতে পারছেন। প্রথমত বিজেপির এতো উথ্থান তাই এমন করেছেন। এমনকি ও ওর নিজের এলাকার লোকেদেরও বিশ্বাস করেনা।’
এখানেই থেমে থাকেননি তিনি। বরাবরই আক্রমণাত্মক সূরে কথা বলা অরুনাভ বাবু এদিন বলেন, ‘এম.এল.এ, এম.পি-দের উনি বলেছেন বাড়ি বাড়ি যেয়ে কথা বলুন। কিন্তু বাড়ির লোকেরা ওনাদের দেখলেই পালিয়ে যাচ্ছেন।’
তবে, এদিন বিজেপিকেও বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেন তিনি। অরুনাভ বাবুর পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                         
			










