নিজস্ব প্রতিবেদন: ‘কর্মসংস্থান নিয়ে গরীবগুল মেরেছে মমতা’ এ রাজ্যে ইতালির বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন অরুনাভ ঘোষ। সঙ্গে সমালোচনার ঝড় তুললেন বিভিন্ন বিষয়ে। অরুনাভবাবুর দাবি রাজ্য রাজনীতি যে দিকে গড়াচ্ছে তার কোনও ভবিষ্যত নেই। তার কারন যারা রাজনীতির ধ্বজা ধরছেন তারা এককথায় অশিক্ষিত। পড়াশোনা নেই। নতুন প্রজন্মের একাংশ যারা রাজনীতিতে আসছেন তাদের ভারতের ইতিহাস জানা নেই।একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হচ্ছে তারা।বাড়ছে হিংসাত্মক ঘটনার সংখ্যা। শিক্ষক পেটানোর ঘটনা রেষ টেনে তিনি বলেন শিক্ষার অভাবেই শিক্ষকদের সঙ্গে সম্পর্কের অবনমন ঘটছে। বাড়ছে মারধরের ঘটনা। অন্যদিকে লেখাপড়ার মান এতটাই নিচে নেমে গেছে যে শিক্ষক বা ছাত্র-ছাত্রীদের একপাতা লিখতে বললে তারা না পারবে না। এপ্রসঙ্গে শিক্ষকদেরও একহাত নিয়েছেন তিনি দাবি শিক্ষকরা নিজেদের সাবজেক্টই জানে না।এদিকে প্রেসিডেন্সি বা যাদবপুরের ছাত্র ছাত্রীদের পড়াশোনার ভূয়সী প্রশংসা করলেন তিনি । ভাল ছেলেরা এখনও পড়াশোনা করে। রাজনীতির ভবিষ্যত নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন বর্তমান প্রজন্মের কোনও আইডিওলজি নেই তাই অনুব্রত মন্ডলই আদর্শ। এখনকার ছেলেমেয়েদের অ্যাম্বিশন হল টাকা রোজগার করব কিভাবে।