মধুকল্পিতা দাশ চৌধুরী, ১৮ এপ্রিল:

লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে দেশ জুড়ে। দফায় দফায় নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও দু-দফার নির্বাচনে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দু-দফায় নির্বাচনে অশান্তির খবর মিলেছে বিভিন্ন কেন্দ্র থেকে। কোথাও ছাপ্পাভোটের অভিযোগ, আবার কোথাও ভোটে দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন সাধারণ মানুষ। দ্বিতীয় দফার নির্বাচনে সাংবাদিকদের মার দেওয়ারও অভিযোগ ওঠে চোপড়ায়। আর সব অভিযোগই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
এখানেই উঠে আসছে সবচেয়ে বড়ো প্রশ্ন। এরাজ্যে কি ভোট পরিস্থিতি একেবারেই নেই? ভোট সংস্কৃতির ঠিক কী অবস্থা এরাজ্যে? ক্যাম্পেন কলিংয়ের পর্দায় এবিষয়ে বিশিষ্ট আইনজীবী অরুনাভ ঘোষ জানান, ‘বিরোধীশূণ্য রাজনীতি কখনোই সম্ভব নয়।’
এদিন অরুনাভবাবু আরও জানান, ‘বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে পড়াশুনার বড্ড অভাব রয়েছে। রাজনীতি সম্পর্কে কেউ পড়াশুনা করে না। মা-মাটি-মানুষ ছাড়া কেউ কিছু বোঝে না। ইউনিয়ন দখল করার উদ্দেশ্যই হচ্ছে ফাংশান করে টাকা তোলা।’
অরুনাভ ঘোষের পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন ভিডিওতে।