রাজনীতিতে কোনও দলই অপর দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। বিপক্ষকে একহাতে নিতে সবসময়ই তৈরি থাকেন রাজনীতির নেতা-নেত্রীরা। জনসভা হোক বা কোনও সাংবাদিক সম্মেলন, প্রতিপক্ষকে কড়া ভাষায় জবাবা দেন তাঁরা। তবে, প্রতিপক্ষকে মুখের ভাষাতে কাবু করতে গিয়ে এমন কিছু কথা বলে বসেন যা সাধারণ মানুষের মনে উল্টো প্রভাব ফেলে। বর্তমানে স্যোশাল মিডিয়ার সৌজন্যে ‘ট্রোল’ও হন তাঁরা।
২০১৯-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঠিক এমনই অবস্থা রাজ্য-রাজনীতির। প্রতিপক্ষকে বিঁধতে গিয়ে এমন কিছু মুখের ভাষা তাঁরা ব্যবহার করছেন যা আলোচনার বিষয় হয়ে উঠছেন।
‘মোদি হচ্ছেন‌ গব্বর সিং’, ‘বাতাসার দাম বাড়ে গেছে, তাই এবারে নকুলদানার জল তৈরি আছে’, ‘এই গরমে আপনাদের জন্য থাকছে করলার জুস’। এই কথা গুলো অবশ্য আমি বা আপনি নয়, বলছেন রাজনীতির নেতা-মন্ত্রীরা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই তাঁরা কথা গুলো বলছেন। তবে, এর প্রভাব সাধারণ মানুষের মধ্যে ঠিক কি হতে পারে? আর কোনও রাজনীতির ব্যক্তিদের কি আদেও এই ধরণের কথা বলা উচিত। এবিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবি অরুনাভ ঘোষের সঙ্গে। তাঁর মতে,‘এখনকার রাজনীতির ব্যক্তিদের মধ্যে পড়াশুনার বড্ড অভাব। পড়াশুনা না করেই তাঁরা রাজনীতি করছেন’।
অরুনাভ ঘোষের পুরো ভিডিওটিতে দেখতে ক্লিক করুন ভিডিওতে।