‘কাটমানি’ প্রসঙ্গে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে সরাসরি আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন অরুণাভ বাবু। এদিন তার ব্যতিক্রম হলো না।
বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রীর ‘কাটমানি’ ফেরত দেওয়ার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এদিন সে প্রসঙ্গেই অরুণাভ বাবু বলেন, ‘পরিবারের কাছের লোকের জন্য দুর্নীতি আটকাতে না পারলে সেও দুর্নীতিতে জড়িত।’ এখানেই থেমে থাকেননি তিনি। কাটমানি প্রসঙ্গে কার্যত তৃণমূলকে তুলোধোনা করলেন তিনি।
লোকসভা নির্বাচনে তৃণমূল যদি ৪২এ ৪২টি আসনে জয় লাভ করতে তাহলে সবাই ‘মমতা ব্যানার্জী জিন্দাবাদ’ বলেও দাবি করেন তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। এদিন কানি প্রসঙ্গে তিনি ‘ওপর মহলের’ দুর্নীতির কথাও তুলে ধরেন। তাঁর মতে, ‘এই কাটমানি নিয়ে যা চলছে ৪লাখ বা ৫লাখ এটা কিছুই না। কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। অথচ যারা করছে তাঁরা বেশ ভালোই আছে।’
উল্লেখ্য, মমতা বন্দোপাধ্যায়ের ‘কাটমানি’ ফেরতের কথা বলতে না বলতেই উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এমনকি লোকসভাতেও এই ‘কাটমানি’ প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন দিলীপ ঘোষ। তবে, রাজনৈতিক মহলের একাংশের মতে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল ৪২তো আসনে জিতলে এই ‘কাটমানি’ প্রসঙ্গ আর আসত না। এদিন একথাকেই কার্যত শিলমোহর দিলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.