বর্তমান সময়ে মানুষের হাঁটুর ব্যথা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখন শুধুমাত্র বয়স্ক মানুষদের দিকেই থাবা বাড়ায় না। অনেক অল্প বয়সে রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে হাঁটুর ব্যথায় কাতর হয়ে পড়ছেন এরকমটা আজকাল দেখা যায়। Rheumatoid Arthritis এমন এক ধরনের বাত যা অল্পবয়সীদের আক্রমণ করতে পারে এবং রোগটিতে পুরুষদের তুলনায় মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি চাইলে এই ব্যথা থেকে উপশম পেতে পারেন। বাজারে এসেছে NP’s Rumarth Tablet এই ট্যাবলেটটির প্রস্তুতকর্তা N.P.Dutt&Son ওষুধ টির প্রস্তুতকর্তা জানাচ্ছেন আর্থ্রাইটিস এ আক্রান্ত রোগীরা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। নির্ধারিত ডোজে এই ওষুধ ব্যবহার করলে আর্থ্রাইটিসের ব্যথা থেকে উপশম পাবেন। N.P.Dutt&Son দীর্ঘদিন ধরেই হোমিওপ্যাথি ঔষধ এর ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য নাম। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হলে রোগীর জয়েন্টে ব্যথা এবং ফোলা ভাব থাকে। বিশেষ করে আঙ্গুল এবং কব্জির মধ্যে যেটা সময়ের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা হ্রাস করতে পারে। এই রোগের খপ্পর থেকে সেই অর্থে মুক্তি না থাকলেও যাতে ব্যথা এবং সমস্যা থেকে কিছুটা উপশম পাওয়া যায় সেই দিকে লক্ষ রাখা জরুরি। ওষুধের সঙ্গে শরীরচর্চা করাও প্রয়োজন। N.P.Dutt&Son-এরArthritis উপশমের জন্য Rumarth Tablet এই রোগের প্রকোপ থেকে কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে বলেই প্রস্তুতকর্তার দাবি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.