এবারে শিক্ষক আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরূদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ায় একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ‘ভোটের আগে শিক্ষকদের জামাইয় আদর করেন তিনি। আর ভোট শেষ হলেই তাঁদের ছুঁড়ে ফেলে দেন তিনি।’
বেশ কিছু দিন আগেই শিক্ষকদের সমর্থনে পথে নামেন অনুপম হাজরা। যদিও পুলিশের বাঁধায় ভেস্তে যায় সেই মিছিল। অনুপম হাজরা সহ বেশ কিছু আন্দোলনকারীকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শিক্ষক আন্দোলন নিয়ে আপাতাত সরগরম রাজ্য-রাজনীতি। আন্দোলনকারীদের জল সরবরাহ এবং বাথরুম বন্ধ করে দেওয়া হয়ে বলে দাবি করেন তাঁরা। এপরিপ্রেক্ষিতে এদিন তিনি বলেন, ‘যে পরিস্থিতিতে ওরা আন্দোলন করছেন যদি কারোর প্রাণহানি হয় শিক্ষামন্ত্রী তাহলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়ার কথা’।
এদিনের সাক্ষাতকরে তিনি শুধুমাত্র শিক্ষকদের আন্দোলন নিয়ে থেমে থাকেননি। কাটমানি থেকে শুরু করে তোলাবাজি প্রসঙ্গেও এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান তিনি। কাটমানি ফেরতের বিষয়ে তিনি বলেন, ‘কাটমানি ফেরত দেওয়ার প্রসঙ্গ আসলে কালীঘাট সবার আগে নিঃস্ব হয়ে যাবে। কারণ যে পরিমান কাটমানি কালীঘাটে জমা হয়েছে বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন জেলার বাড়ি বাড়ি থেকে ব্যাগে যে জমা হয়েছে কালীঘাটে সবটাই কাটমানির ব্যাগ’।