প্রার্থী ঘোষণা হওয়ার পর এই প্রথম ভাঙড় বিধানসভায় ভোট প্রচারে এলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনুপম হাজরা। আজ ভাঙড় বিধানসভা বামনঘাটা থেকে তিনি ভোট প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সহ কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা। বামন ঘাটা থেকে ভোট প্রচার শুরু করে বকডোবা, হাটগাছা, জোতভিম, বালিগড়ি সহ একাধিক এলাকায় ভোট প্রচার করেন। ভোট প্রচার এর মাঝে বকডোবা এলাকায় ছেলেদের মাঠে ফুটবল খেলতে দেখে মাঠে নেমে পরে অনুপম হাজরা। ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেও দেখা যায়। এতদিন পর এই প্রথম প্রচারে আশায় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পরিষ্কার জানিয়ে দেন ভাঙড় নিয়ে তার আলাদা স্ট্যটিজি আছে। ভাঙরের তৃণমূলের শক্ত ঘাঁটি প্রসঙ্গে তিনি জানান এবার কেন্দ্র বাহিনী থাকবে সব বুথেই। ফলে সাধারণ মানুষ আমাদের ভোট দিতে পারবেন। এরই পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে আছেন। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন মুকুল রায়ের হাত ধরেই অনুব্রতের তৃণমূলের হাতে খড়ি হয়েছে। ফলে অনুব্রত বিজেপিতে আসতে পারে বলে দাবি করেন তিনি। এরই পাশাপাশি ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আরাবুল প্রসঙ্গে তিনি বলেন এরাও বিজেপিতে আসতে পারে। কারণ হিসেবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলেন।
‘পশ্চিমবঙ্গ এখন এমন একটা রাজ্য যেখানে ‘জয় শ্রীরাম’ বললে মানুষ অ্যারেস্ট হয়’ : Anupam Hazra
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.