‘ওসব নজরবন্দী-ফন্দী আমি মানি না’ নির্বাচনের দিন এভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন অনুব্রত মণ্ডল। নির্বাচনের দিন তাঁকে ‘নজরবন্দী’ রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশন। ই-মেলে নির্দেশিকা পাঠানোও হয়। এমনকি তাঁর ফোনও জমা রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপরেও স্বমহিমায় থাকলেন অনুব্রত। বুঝিয়ে দিলেন অনুব্রত আছে অনুব্রততেই। ফোন জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘একটা ফোন জমা নিয়েছে তো কি হয়েছে। আরও হাজারটা ফোন আছে।’ ভোটের দিন সকাল সকাল বাইকে করে ভোট কেন্দ্রে পৌঁছান অনুব্রত মণ্ডল। ভোট দিয়েই তিনি সোজা চলে যান দলীয় অফিসে।