ওয়েব ডেস্ক :
নির্বাচন ঘোষণার পর থেকে একাধিকবার শোকজ করা হয়েছে অনুব্রতকে। জবাব দিয়েছেন কিন্তু নিজের ফর্ম থেকে সরেননি। এ বার সেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সাবধান করার জন্য তৃণমূলকেই চিঠি লিখছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই এই চিঠি দেওয়া হবে বাংলার শাসক দলকে।
কমিশনের এই পদক্ষেপকে কড়া পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন সম্পর্কে বীরভূমের এই নেতার বক্তব্যকে ‘লজ্জাজনক’ বলে ওই চিঠিতে কমিশন উল্লেখ করছে বলে জানা গিয়েছে।
প্রতিবার ভোট এলেই তাঁর কোনও না কোনও তত্ত্ব রাজনৈতিক মহলে ঝড় তুলে দেয়। লোকসভার কয়েক মাস আগে থেকে পাচনের দাওয়াই শোনানোর পর এখন কেষ্টবাবুর নতুন তত্ত্ব নকুলদানা। এ নিয়ে বিরোধীরা অভিযোগ জানিয়েছিল কমিশনে। কিন্তু তার পরেও অনুব্রত সেই এক অবস্তানে আছে।
কমিশনের শোকজ কোনওভাবেই বিব্রত করতে পারেনি অনুব্রতকে। বরং তারপর তিনি বলেছিলেন, “নির্বাচন কমিশনও নকুলদানা খায়।” এই বক্তব্য নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুন্ন করেছে বলে দাবি তুলেছিল বিরোধী দলগুলি।
অনেকের মতে, ব্যাপারটা যে জায়গায় চলে গেল তাতে আর একটা আলটপকা কথা বললে অনুব্রত মণ্ডলকে সেন্সর করতে পারে কমিশন।
এবার দেখার অনুব্রতর মুখে লাগাম টানতে তৃণমূল কী ব্যবস্থা নেয়।