বিথী দত্ত কর্মকার : এতো আর গ্রাম নয়, এ হল একটা আস্ত লাইব্রেরী। পুরো গ্রাম জুড়ে শুধুই বই আর বই। গ্রামটি মহাবলেশ্বর ও পঞ্চগনি এর সুন্দর পাহাড়ী স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। মহাবালেশ্বরের কাছে ভিলার শহরে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী তাঁদের ঘরবাড়িগুলিকে লাইব্রেরিগুলিতে পরিণত করেছেন।
‘হেই-অন-ওয়াইয়ের ওয়েলশ’ গ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা এই পদক্ষেপ নেন। আনুষ্ঠানিকভাবে ‘বইয়ের শহর’ নামে পরিচিত ছিল ওই গ্রাম। কিন্তু মহারাষ্ট্র সরকার তাদের নিজস্ব ধারণাতে তৈরি করেছে এই ‘হোম লাইব্রেরি’। মাতৃভাষা বিভাগের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে ৩০ হাজারের বেশি বই সংগ্রহ করেছেন। এর পর ব‌ই গু‌লি হোম লাইব্রেরিগুলির মধ্যে বিতরণ করা হয়, পাশাপাশি মন্দির ও বিদ্যালয়গুলির মতো পাবলিক স্থানেও ‌বিতরন করা হয়। স্পষ্টতই, এটি একটি পর্যটক কেন্দ্র হওয়ার পাশাপাশি,ব‌ই প্রমীদের জন্য আদর্শ জায়গা হতে পারে।