সপ্তম তথা শেষ দফার নির্বাচনের আগে কলকাতা শহরের বুকে বড়সড় রোড শো করতে চলেছে বিজেপি। বিজেপির দলীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে দলের এই রোড শো’তে উপস্থিত থাকবেন বিজেপির সবভারতীয় সভাপতি অমিত শাহ।এদিকে মঙ্গলবার কলকাতায় দলের সবভারতীয় সভাপতির এই রোড শো’কে আকর্ষণীয় করে তুলতে বিজেপির তরফে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে অন্যতম গাঁদা ফুলের পাপড়ি। সূত্রের খবর, মঙ্গলবার অমিত শাহ’কে অভ্যর্থনা জানাতে প্রায় ১০ হাজার কেজি গাঁদার পাপড়ি সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার কলকাতার ধর্মতলা থেকে সিমলা স্ট্রীট পর্যন্ত এই রোড শো’য়ের যাত্রাপথের দুই ধারে থাকা বহুতল থেকে এবং মেশিনের সাহায্যে এই ফুলের পাপড়ি ছড়ানো হবে। দলীয় সূত্রে খবর, বিপুল পরিমাণ এই গাঁদা ফুলের পাপড়ি সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির হাওড়া গ্রামীণ জেলাকে।এদিকে দলের তরফে দায়িত্ব পাওয়ার পর জেলার কর্মকতারা ফুল সংগ্রহের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। জেলার নেতাদের দাবি জেলার বাগনান, ঘোড়াঘাটা, দেউলটি ছাড়াও পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর থেকে ফুল সংগ্রহ করা হয়েছে। গত তিনদিন ধরে শতাধিক পুরুষ মহিলা দিনরাত কাজ করে ফুল থেকে পাপড়ি আলাদা করার কাজ করে চলেছে। অন্যদিকে অত্যধিক গরমে যখন ফুল নষ্ট হতে বসেছে তখন বিজেপির তরফে এই ফুল কেনার প্রস্তাবে খুশি ফুল চাষীরা।বিপুল পরিমাণ গাঁদা সরবরাহ সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল জানান গাঁদা ফুল সংগ্রহে একদিকে যেমন আমাদের প্রয়োজন মিটল অন্যদিকে সেইরকম চাষীরা আর্থিক দিক থেকে লাভবান হল।