বারাসাতে ভাংচুর করা হল বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র গাড়ি। এমনকি তাঁর সিকিউরিটির গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে।অভিযোগের তীর তৃণমূলের দিকে জানা গিয়েছে, এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে নির্বাচনী জনসভা করতে যান বাবুল। সভা শেষে কলকাতায় ফেরার পথে আক্রান্ত হোন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।
অভিযোগ, বারাসাতের কাছে কদম্বগাছিতে টাকি রোডে বাবুল সুপ্রিয়ের গাড়ী আটকায় বেশ কিছু দুস্কৃতী। অভিযোগের তীর শাসক দলের নেতা আরশাদ উদ জামানের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দিল্লীতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভিডিও ফুটেজ সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দিল্লী থেকে ঘটনার বিবরন জানতে চেয়ে রাতেই রিপোর্ট পাঠানোর নির্দেশ। বিজেপির তরফ থেকে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে দত্তপুকুর থানার আইসির অপসারণের দাবী তোলা হয়েছে। পুরো এলাকা এখনো থমথমে। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।