‘পুরুষতান্ত্রিক সমাজ’ এই কথাটা আমরা প্রায়ই শুনতে পাই। প্রত্যেকেই আমরা এই কথাটা কম বেশি প্রায়ই শুনতে পাই। পুরুষরাই নাকি এসমাজে নারীদের প্রতি অত্যাচার করে চলেছেন। একথা একেবারে অনস্বীকার্যত। সত্যি প্রত্যেকদিন আমরা কোনও না কোনও ভাবেই পুরুষদের হাতে নারী নির্যাতনের খবর শুনতে পাই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি পুরুষদেরও ওপরও অত্যাচার হয়! পুরুষরাও প্রতিনিয়ত কোনও না কোনও ভাবে নির্যাতনের শিকার হন!
এ সমাজে যেমন নারীরা প্রতিনিয়ত অত্যাচারের শিকার হন ঠিক তেমনই পুরুষেরাও অত্যাচারের শিকার হন। কিন্তু, সমাজের ওই ‘পুরুষতান্ত্রিক’ ব্যাপারের জন্যই মনে হয় তাঁরা চুপ থাকেন। ‘ছেলে হয়ে মেয়েদের হাতে মার খেয়েছেন’ এই কথাটা তা বলার সাহস পাননা, কারণ তিনি পুরুষ মানুষ। সবার সামনে কি ভাবে বলবেন তিনি! তাই দিনের পর দিন অত্যাচারের শিকার হয়ে মুখ বন্ধ করে থাকেন তাঁরা।
তবে, এখন আর চুপ থাকার দিন নয়। এখন সবাইকে গর্জে উঠতে হবে। ‘পুরুষ অধিকার’ প্রতিষ্ঠা করার জন্য। আর সেই মতোই এগিয়ে চলেছেন সমাজ কর্মী নন্দিনী ভট্টাচার্য।