‘তৃণমূলে আর কেউ ‘সালা’ ‘ঠালা’ বলে না ‘জয় শ্রী রাম’ বলে’ রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল দলনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। সেই প্রসঙ্গেই এদিন অরুণাভ ঘোষ বলেন, ‘জয় শ্রী রাম যে একটা গালি হতে পারে তা আমার জানা ছিল না’।
ধর্ম নিয়ে রাজনীতি এ দেশে আমরা বহু দিন ধরেই দেখছি। তা সে বিজেপি হোক বা তৃণমূল হোক বা কংগ্রেস হোক না কেন, ধর্মের ওপর ভর করে এদেশে রাজনীতি পুরোনো বিষয় নয়। ভোটের আগে বিশেষ কোনো সম্প্রদায়কে খুশি করতে সব দলই চাইবেন। শুধু মাত্র ভোট ব্যাঙ্কে ভোট বাড়ানোর উদ্দেশ্যেই। তবে এতে আখেরে কাদের লাভ হয়? সাধারন মানুষের ওপর কতটা প্রভাব পরে? এ বিষয়ের অরুণাভ বাবু জানান, ‘ধর্ম নিয়ে রাজনীতি করাটা একটা দুঃখের বিষয়। এটা খুব খারাপ লাগে।’
শুধু ধর্ম নয় এরাজ্যের উন্নয়নের প্রসঙ্গেও এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি।
অরুণাভ ঘোষের পুরো সাক্ষতাকার দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে