মধুকল্পিতা চৌধুরী দাস :
সোমবার দুপুরে বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় যোগদান করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন দুপুর ১২ টা ৫ মিনিটে সভায় যোগদান করেন । প্রায় ১৫ মিনিট বক্তৃতা রাখেন সভায় ।এরপর অন্য সভার উদ্দেশ্যে বেরিয়ে যান ।প্রসঙ্গত সোমবার রাজ্যের চারটি জায়গায় সভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের । সভায় ভাষণ দিতে গিয়ে যোগী বলেন ভারতের জন্য বাংলার অনেক অবদান রয়েছে ।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ,রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভারতকে উপহার দিয়েছেন । এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেব ,স্বামী বিবেকানন্দর মত মানুষের জন্ম এই বাংলায় তা উল্লেখ করেন । ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে তাই তার জন্মভূমি কেও কোটি কোটি প্রণাম জানাই এমনটাই তার ভাষণে বলেন যোগী আদিত্যনাথ । আসাম, ত্রিপুরা, পাঞ্জাব , কর্ণাটকের মত বিজেপি সরকারের নেতৃত্বাধীন সরকার বহু কাজ করছে। আর কংগ্রেস কমিউনিস্টরা এবং তৃণমূল তার কাজকে ব্যাঘাত ঘটানো চেষ্টা করছে এমনটাও জানান তিনি । পাশাপাশি দুই বছরে উত্তরপ্রদেশে মোদি সরকারের সহযোগিতায় দু বছরে তার রাজ্যে ২৪ লক্ষ মানুষকে ঘরের ব্যবস্থা করেছেন । ১ কোটি গরিব মানুষকে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছেন । ১ কোটি ১২ লক্ষ মানুষকে নিঃশুল্ক এলপিজি গ্যাস এর ব্যবস্থা করেছেন । ২ কোটি ১৪ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কৃষক নিধির মাধ্যমে ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে ।তার দু বছরের সরকারে ইতিমধ্যেই তিন কোটি ৫৫ লক্ষ রেশন কার্ডের মাধ্যমে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করছে । এই পরিসংখ্যান তুলে ধরার পর যোগী বলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত সুবিধা এরাজ্যের মানুষও পাবেন । এমনটাই তার ভাষণকালে বলে যান যোগী আদিত্যনাথ ।তিনি আরো অভিযোগ তোলেন বাংলাতে কেউ বিনিয়োগ করতে চায় না কারন এখানে তৃণমূলের গুন্ডাগিরি চলছে ।আর বিনিয়োগ না হওয়ায় চাকরির ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হচ্ছে যুবকেরা । যোগীর আরো অভিযোগ এই সভাতেও পুলিশ এবং তৃণমূল বিজেপি কর্মীদের আসতে বাধা দিয়েছে । পাশাপাশি প্রচন্ড গরম উপেক্ষা করে সাধারণ মানুষ এই সভায় যোগদান করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যোগী আদিত্যনাথ ।
এদিনের সভায় বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর উপস্থিত না থাকা নিয়ে জল্পনা তৈরি হয় বিজেপি কর্মী এবং সংবাদ মাধ্যমের মধ্যে । যদিও সভা শেষে বিজেপির বারাসাত সংগঠনের সভাপতি প্রদীপ ব্যানার্জি সেই জল্পনার অবসান ঘটালেন । তিনি বলেন ডায়রিয়ার জন্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন সান্তনু , তাই এই সভায় যোগদান করতে পারেননি ।