ওয়েব ডেস্ক :
‘দুবারের বেশি কেউ জয়ী হয় না তা তিনি নিজেও জানেন। লোকে ওনাকে টাকা গুনতে দেখেছেন নাচতে দেখেছেন’ আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূল প্রার্থী সৌগত রায় সম্পর্কে এমনই বললেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রণ্ট প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি বলেন, ‘বামেরা টাকা গোনে না ,নায়িকার সঙ্গে নাচে না। মানুষের কাছে শিল্পায়ন ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক জীবনে যে আঘাত আসছে তার বিরুদ্ধে দাঁড়ায়’।
পাশাপাশি কেন্দ্র সরকারে বিরুদ্ধে তিনি বলেন, ‘আগে রাজনীতি বলতে জানতাম, গরীব-বড়লোকের ব্যাপার, মালিক-শ্রমিকের ব্যাপার, কৃষক-জোরদারের ব্যাপার। কিন্তু এখন হিন্দু মুসলিমের ব্যাপার নিয়ে এসেছেন মোদী। আগে তিনি করতেন বা তাঁর দল করতেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনি সেটা সরকারী ভাবে বিভাজনের রাজনীতি করছেন। আমরা সমস্ত মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য।’
এদিন নিউ ব্যারাকপুর পার্টি অফিস থেকে কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটোতে চেপে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নেপালদেব ভট্টাচার্য। মাছ-সবজির বাজার ,বয়েজ স্কুল, আশুতোষ মুখার্জি রোড, বি.সি.রায় রোড, সাজিরহাট ঘুরে মাসুন্দায় এসে প্রচার শেষ করেন তিনি।