ওয়েব ডেস্ক :

দুঘন্টার মধ্যেই কলকাতায় আছড়ে পড়তে চলেছে ঝড়বৃষ্টি। সন্ধে ৭টার মধ্যেই ৫০ কিমি গতিবেগে ঝড় আছড়ে পড়বে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গাতে। হতে পারে বজ্রপাতও। বৃষ্টি হবে চব্বিশ পরগণা-সহ পূর্ব মেদিনীপুরেও। জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ইতোমধ্যে দুর্ভোগ শুরু উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ নেমে গিয়েছে ২৩ শতাংশ। আবহবিদরা বলছেন, কাশ্মীর-হিমাচলের সাম্প্রতিক তুষারপাতের জেরেই বায়ুপ্রবাহে এমন পরিবর্তন।
বুধবার থেকে এই ছবিটা বদলাবে। উচ্চচাপ বলয় বাংলার উপকূলে কাছাকাছি সরে আসবে। যার ফলে উত্তুরে-পশ্চিমি বাতাস পিছু হটতে শুরু করবে। মোটামুটি ঝাড়খণ্ড-বাংলা সীমানা এলাকায় থেমে যাবে পশ্চিমি বাতাসের দৌড়। সেখান থেকে উপকূলে দাপট দেখাবে দখিনা-পশ্চিমি বাতাস। এই দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে ওই অঞ্চল বরাবর ঘনীভূত হবে বজ্রগর্ভ মেঘ। যা সরে আসতে পারে কলকাতার দিকেও। সবমিলিয়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি অনুকূল।