ওয়েব ডেস্ক :
লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার বিজেপিতে বড় রাজনৈতিক ধাক্কা। বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক গেরুয়া দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। সম্ভবত তিনিই পশ্চিম ত্রিপুরা সংসজীয় আসন থেকে কংগ্রেসের মনোনয়ন পেতে চলেছেন বলে সূত্রের খবর।সুবল ভৌমিক জানিয়েছেন, মঙ্গলবার তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন। রাহুল গান্ধী খুমুলাঙের সভা থেকে তাঁর প্রার্থীপদ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। বুধবার ত্রিপুরার খুমুলাঙে খুমপুই অ্যাকাডেমির মাঠে সভা করবেন রাহুল গান্ধী।
সুবল ভৌমিক জানিয়েছেন, কংগ্রেসে যোগদান অনুষ্ঠানে বহু মানুষ অংশ নেবেন। নিজের রাজনৈতিক জীবন কংগ্রেসেই শুরু করেছিলেন এই নেতা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপ্তু চক্রবর্তী ভৌমিকের সিদ্ধান্তকে ঘরে ফেরা বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত সুবল ভৌমিক রাজ্যের প্রাক্তন বিধায়কও বটে। তার সাংগঠনিক দক্ষতাও রয়েছে। কয়েকবছর আগে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে ব্যবধান বাড়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন। আঞ্চলিক দলও গঠন করেছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন।