ওয়েব ডেস্ক :
ক্যানসার যুদ্ধে হেরে গেলেন অভিনেতা রমেন রায়চৌধুরী। বাংলা সিনেমা ও ধারাবাহিকের দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। এর পাশাপাশি যাত্রা ও নাটকেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে যান। অতীতে তিনি কাজ করেছেন তপন সিনহা, গৌতম ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে।
প্রয়াত হলেন অভিনেতা রমেন রায় চৌধুরী। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ক্যানসারের মতো মরনরোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সকালে থেমে গেল সেই যুদ্ধ। ক্যান্সারের পাশাপাশি, কিডনির সমস্যাতেও ভুগছিলেন এই অভিনেতা।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন রমেনবাবু। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক পুত্র আর এক কন্যাকে। দুপুর ১টার সময় টেকনিশিয়ান স্টুডিওয় নিয়ে আসা হবে রমেন রায় চৌধুরীর মরদেহ। সেখানেই সহ শিল্পী ও কলাকুশলীরা শেষ শ্রদ্ধা জানাবেন এই অভিনেতাকে।