জেলা ডেস্ক :

সকাল হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধের মুখে তিনটি জুটমিল। ফলে লোকসভা নির্বাচনের আগে কর্মহীন হলেন প্রায় ২০ হাজার শ্রমিক । চরম আর্থিক সঙ্কটে পরলো তাদের পরিবারের সদস্যরা । গত ৭ মার্চ শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে কোন সুরাহা না হওয়াতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। তার মধ্যে আবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের নেতা অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় আরো অশনি সংকেত দেখছে শ্রমিকমহল। আজ সকালেই হালিশহরের হুকুমচাঁদ জুটমিলে শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে রীতিমত গেটে নোটিশ ঝুলিয়ে জুটমিল বন্ধ করে দেয় কারখানা কতৃপক্ষ। এখানে প্রায় ১২ হাজার শ্রমিক কর্মরত। পাশাপাশি নৈহাটি জুটমিলে ও কাঁকিনাড়ায় নফরচন্দ্র জুটমিলেও একই অবস্থা। সকাল থেকে শ্রমিকরা আর জুটমিল মূখো হননি। এই দুই জুটমিলে যথাক্রমে সাড়ে ৩ হাজার ও সাড়ে ৪ হাজার শ্রমিক কর্মরত। নির্বাচন সামনে এর মধ্যে জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায রাজনৈতিক মহল। কারণ এই শ্রমিকমহলয়ের একটা বড় ভোট ব্যাংক সব রাজনৈতিক দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি এই বন্ধ ও লকআউট এর বিরুদ্ধে। বাকি সব শ্রমিক ইউনিয়ন এক সাথে আন্দোলন করছে । বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, বকেয়া আদায় সহ একাধিক দাবি নিয়ে যৌথ আন্দোলন শুরু করে আইএনটিটিইউসি বাদে সব শ্রমিক সংগঠন গুলো।