ওয়েব ডেস্ক :

চিনের ভরসায় কিছুটা স্বস্তি পেলেও এবারে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স সরকার। পাকিস্তানের মদতপুস্ট জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজাহারের সম্পত্তি বাজেয়াপ্ত করবে ফান্স সরকার। ফ্রান্সের অভ্যন্তরীন মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের তরফে একটি যৌথ বিবৃতিতে এমনই জানানো হয়েছে। মাসুদের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিতে তৈরি ফ্রান্স সরকার। ইউরোপীয় ইউনিয়নের জঙ্গি তালিকায় যাতে মাসুদের নামে উঠে আসে এবিষয়ে ইউরোপীয় ইউনিয়নেও আলোচনাও করবে বলে জানা গিয়েছে।
১৯৯৯ সালে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাই করে তালিবান জঙ্গিরা। যাত্রীদের প্রাণের বিনিময়ে মাসুদ আজাহারকে ছাড়তে বাধ্য হয়েছিল ভারত সরকার। এরপর থেকে জইশ প্রধান যে পাকিস্তানেই রয়েছে তার একাধিক প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত সরকার। তা সত্ত্বেও পাকিস্তানের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জওয়ান। ঘটনার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এরপরেই পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জইশ-ই-মহম্মদের বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী।
এরপর থেকেই মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে ভারত। এবিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও একটি বৈঠকও হয়। তবে, চিনের বাঁধায় মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা সম্ভব হয়নি। এবিষয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখেও পড়ে চিন।