দীপান্বিতা সাধুখাঁ :

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট ‘অপু’ চরিত্রটি আবারও ফিরছে সেলুলয়েডের পর্দায়। এবারে বলিউড প্রযোজক মধুর ভান্ডারকরের হাত ধরে পর্দায় ফিরছে ‘অপু’। ছবির নাম ‘অভিযাত্রিক’। শুভ্রজিত মিত্রের এই ছবি ঘিরে ক্রমেই আগ্রহের পারদ চড়ছে। বাঙালিকে ষাটটা বছর ধরে অপেক্ষায় রেখেছিলেন ‘অপু’। সত্যজিৎ রায় বাঙালিকে ‘অপু’-র চরিত্রে এক আসামান্য অভিনেতা উপহার দিয়েছিলেন। চরিত্রের বিভিন্ন রঙে নিজেকে উপযুক্ত শেডে রাঙিয়ে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের পর আর কাউকে ভাবা যায় কি না তা একটি তর্কে বিষয়! শোনা যাচ্ছে ৬০ বছর বাদে অপুর চরিত্র স্ক্রিনে তুলে ধরতে চলেছেন আরও এক বাঙালি অভিনেতা। বাংলাদেশের আফরিন শুভকে এবার দেখা যাবে অপুর চরিত্রে। এক কালজয়ী চরিত্রে অভিনয় করার কথা নিজে স্বীকার করেছেন আফরিন শুভ। তাঁর মতে, এই চরিত্রে অভিনয়টা খুবই বড় চ্যালেঞ্জ। এবার সেই সৌমিত্রের জায়গায় আফরিন বাঙালি মন কতটা জয় করতে পারেন সেদিকেই নজর থাকবে চলচ্চিত্রপ্রেমীদের। শোনা যাচ্ছে শ্যুটিং হতে চলেছে, বোলপুর, টাকি, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায়। ৪০ এর দশকের প্রেক্ষাপটে আরও একবার অপুকে দেখতে এবার অপেক্ষা ‘অভিযাত্রিক’ (ওয়ান্ডারলাস্ট অফ অপু-ইংরাজি টাইটেল)ঘিরে।