ওয়েব ডেস্ক :
সব জল্পনার অবসান, অবশেষে পদ্ম শিবিরে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। চরম টানাপোড়েনের শেষে বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘাসফুল থেকে পদ্ম শিবিরে যোগ দেন অর্জুন সিং। দলে অর্জুন সিংকে স্বাগত জানান বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মুকুল রায়, সৌমিত্র খানও।
‘এটা তো সিনেমার ট্রেলর, সিনেমার অনেকটাই এখনও বাকি’ ভাটপাড়ার বিধায়কের বিজেপিতে যোগদানের পর এমনই বললনে মুকুল রায়।
জল্পনার সূত্রপাত হয় গত ১২ই মার্চ। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দিনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। গত ৪ বারের বিধায়কের পাশাপাশি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান তিনি। তাই সেই এলাকা থেকে দিনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করায় স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। তাঁর সাহায্য ছাড়া যে ব্যারাকপুরে তৃণমূলের জয় অসম্ভব তা আগেই পরিস্কার করে দিয়েছিলেন অর্জুন সিং।
অর্জুনের এই দলবদলে ভোটে একেবারেই প্রভাব পড়বে না বলে মত তৃণমূলের।