নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় সর্বদায় স্পষ্ট বক্তা। সোজা কথা সোজা ভাবে এবং ব্যাঁকা কথা ব্যাঁকা ভাবে বলতেই ভালোবাসেন তিনি। আর তার এই স্বভাবের জন্যেই দলের অনেকের সাথেই তার মতের মিল হয় না। তবে সেই সব বিষয়কে বেশি গুরুত্ব দেন না তথাগত রায়। এদিন ফের একবার রাজ্যের সম্প্রতি হয়ে যাওয়া পুরভোট নিয়ে সুর চড়ালেন তথাগত রায়। বললেন, “একে মানুষের উৎসব বলে না৷ একে ‘পিশাচের উৎসব’ বলে। যে ভাবে গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা হল তাতে আর যাই হোক একে ভোট বলা চলে না”।
তার কথায়, “যারা তৃণমূলের পক্ষের সংবাদমাধ্যম ছিল, তারা পর্যন্ত আমাকে জানিয়েছে কিভাবে ভোট লুট হয়েছে”।
এদিন এরই সাথে সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন তিনি। ভোটে আক্রান্ত সংবাদমাধ্যম, এই বিষয়ে তিনি বলেন, “কিছু জন্যের জন্যে এটা প্রাপ্য ছিল। তারা নিজেদেরকে নামাতে নামাতে এমন স্থানে নিয়ে গেছে যে, এর পর প্রাপ্তিটা এটায় থাকে”।
তিনি আর কি কি বিস্ফোরণ ঘটিয়েছেন তা শুনে নিন।