‘আনিসের পরিবারের পাশে আছি, দরকারে ওদের হয়ে লড়ব’: প্রিয়াঙ্কা টিবরেওয়াল
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন উঠছিল বিরোধী শিবিরে, যে আনিস কান্ডে কেন বিজেপি শিবির কোনও মন্তব্য করছে না। এবার প্রথমবার এই প্রশ্নের জবাব দিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ক্যাম্পেইন কলিংকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমরা মুসলিম বিরোধী নই। একজন ছাত্রনেতার মৃত্যুতে আমরাও সমান ভাবে দুঃখিত। যদি আনিসের পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন হয়, আমি করব। আনিসের পরিবারের পাশে আছি, দরকারে ওদের হয়ে লড়ব” । এমনই বড় কথা বলেন প্রিয়াঙ্কা।
একই সাথে মুখ্যমন্ত্রীর কথাকে তুলেই এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, “রিজওয়ানুর হত্যা কান্ডে যে মূল অভিযুক্ত ছিল সেই জ্ঞানবন্ত সিংকে দিয়েই আনিসের তদন্ত করাচ্ছেন। একজন দোষী কি করে সঠিক তদন্ত করবে। তাহলে বুঝতে হবে এরাজ্যের মুখ্যমন্ত্রীও এই চাইছেন” । এদিন এই ভাবেই আনিস কাণ্ডে একহাত নিলেন তৃণমূল নেত্রীকে।