নিজস্ব সংবাদদাতা: দেউচা পাচামী আদিবাসী জনজাতি ভূমিরক্ষা কমিটির ডাকে কয়লা শিল্প বিরোধী সভা আয়োজিত হল দেওয়ানগঞ্জে। ওই সভায় বিভিন্ন গ্রাম থেকে আদিবাসি মানুষ যোগ দিয়েছিলেন। ছিলেন মহিলারাও৷ ওই সভাকে সমর্থন জানিয়ে সেভ ডেমোক্রাসি ফোরামের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেভ ডেমোক্রাশির পক্ষ থেকে উপস্থিত ছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান সহ একাধিক নেতৃত্ব।
আব্দুল মান্নান অভিযোগ করেন, “শিল্পের নামে কিছু মানুষের স্বার্থ সিদ্ধির চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী শিল্প আনতে পারেননি। আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প হতে পারেনা”। অন্যদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কয়লা শিল্প হবে আদানীর মাধ্যমে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আদানী করেছেন এই জন্যই। এখানকার লোকরা কাজ পাবেননা”। পুলিশকেও হুঁশিয়ারি দেন বিকাশ ভট্টাচার্য। মহিলাদের বলেন “আত্মরক্ষার্থে ডান্ডা ধরুন, পিটিয়ে দিন। মামলা হলে আমি বুঝে নেব”।