নিজস্ব সংবাদদাতা: পুর ভোটের আগেই মানুষের দরবারে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বনগাঁর প্রাক্তন মুখ্য প্রশাসক শংকর আঢ্য। বললেন, দলের নির্দেশে আমাকে দিয়ে ২০১৫ সালে পুরভোট করিয়ে ছিল। মঙ্গলবার একটি মঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শংকর আঢ্য।
সামনেই পুরভোটের নির্বাচন, তাঁর আগে নিজের ভুল স্বীকার করে দলকে অস্বস্তিতে ফেললেন প্রাক্তন চেয়ার ম্যান শংকর আঢ্য। ইতি মধ্যেই দলের মধ্যে তিনি কোনঠাঁসা। কিন্তু মানুষের মনের মধ্যে এখনও জলজল করছে ২০১৫ সালে কি ভাবে ভোট করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সে দিন বনগাঁ হাইস্কুলে তখন ঘড়ির কাটা দেড়টা। শংকর আঢ্যের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী বুথে ঢুকে দখল করে বুথ। সকলের হাতেই ছিল লোহার রড, আর বাঁশ। এরপর যারা ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁদের হাতে ভোটের কালি লাগিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়। ছাপ্পা দেওয়া হয় ভোট। সেই আতঙ্ক এখনও মানুষের মধ্যে রয়েছে। তাই ২০২১ এর পুরভোটের আগে তিনি সাফায় দিয়ে বলেন, যে তিনি যা ভুল বা অন্যায় করেছিলেন তা দলের নির্দেশেই করে ছিলেন। “যে ভাবে ভোট করিয়েছেন তা দলের নির্দেশেই ২০১৫ সালে আমি পুরভোট করে ছিলাম। এর জন্য আমি ক্ষমা প্রার্থী”। তাঁর এই বক্তব্যে, রাজনৈতিক মহলের বক্তব্য এই ভাবে প্রকাশ্যে স্বীকার করে কার্যত ভোটের আগে দলকে চাপের মুখে ফেললেন তিনি। সেটা বুঝতে পেরেছে জেলা নেত্রী, তাই তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানী সরকার। তিনি বলেন, “আমি মাত্র তিন মাস হয়েছে এই জেলার দায়িত্ব পেয়েছি। আমি থাকা কালিন কোন ভোটে রিগিং করতে দেব না”।