নিজস্ব সংবাদদাতা: সাত সকালে প্রাতভ্রমণে ইকোপার্কে গেলেন দিলীপ ঘোষ। আর সেখানেই ঘটল অবাক কান্ড। যা দিলীপ ঘোষের দলতত্ত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল।
ইতিমধ্যেই তার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠেছে জোর চর্চা। তার মধ্যে আজকের বার্তালাপ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। সূত্রে মারফত জানা গিয়েছে, এদিন তার প্রাতভ্রমণ চলাকালীনই ঐ চত্বরে ‘খেলা হবে’ গেঞ্জি পরে হেঁটে যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা।
যাওয়ার সময় তৃণমূল এর তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশ্যে ‘গুড মর্নিং’ জানানো হয়। পাল্টা দিলীপ ঘোষও জানান ‘গুড মর্নিং’। এরপরই দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আসা বন্ধ করবে না আসতে থাকবে”।
তৃণমূল এর তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলা হয় ‘এই ভাবে ত্রিপুরা কাপ জেতা যাবে?’ তাতে দিলীপ ঘোষ বলেন, “দেখা যাক”। এমনকি এদিন তৃণমূল দিলীপ ঘোষেরই ‘গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব নিয়ে তাকে প্রশ্ন করলে হেসে উড়িয়ে দেন সম্পূর্ণ বিষয়টি।
দিলীপ ঘোষের এদিনের এই খোশমেজাজ আলাপচারিতা শুধুই আলাপচারিতা নাকি এর পিছনে রয়েছে কোনও সমীকরণ, ইতিমধ্যেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।