নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি শুধু বাংলার সমালোচনা করে। রেশন বাড়িতে পৌঁছে দেওয়া সেবার কাজ। রেশন ডিলারদের লোক নিয়োগ করা সম্ভব নয়। বাংলার সরকার মানবিক সরকার।বাংলার নামে শুধু সমালোচনা কেন আসাম উত্তরপ্রদেশের দিকে তাকাও। বাংলাই মডেল, বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য। বাংলায় অনাহারে মৃত্যু নেই ভারতে বেকারত্ব বেড়েছে বাংলার অবস্থা অনেক ভালো। রাজ্যের ১০ কোটি মানুষ রেশন পাবেন। খাদ্যসাথীর সাফল্যে বড় কারিগর রেশন ডিলাররা। রেশন ডিলাররা গরিব নয়। দুয়ারের রেশন দেওয়ার জন্য ২১ হাজার গাড়ি লাগবে রাজ্যের। দুয়ারের রেশনের জন্য ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি। ডিলাররা নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ১ লক্ষ টাকা দেবে রাজ্য। মেডিকেল কলেজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে এখন থেকে লাগবে ৫ একর জমি। কৃষকদের জন্য ফসল বিক্রির মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস ১৯৪০ টাকা করে দেওয়া হল। ধান বিক্রির টাকা দ্রুত পাচ্ছেন কৃষকরা। ৫০০ মিটার পরপর দুয়ারে দাঁড়াবে গাড়ি এলাকায় গাড়ি থেকে এসে রেশন সংগ্রহ করতে হবে আগে থেকে মানুষকে সময় জানিয়ে দেওয়া হবে। কাজের জন্য রেশন ডিলার লোক নিয়োগ করতে পারে না। দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্যে দুইজন লোক নিয়োগ করতে পারবে রেশন ডিলাররা অনেক মানুষের চাকরি হবে”।