নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহাকে। বিজেপির কনভেনর হাওড়ার মনি মোহন ভট্টাচার্যকে করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির তো নতুন করে আমি কিছু তৈরি করছি না ভারতীয় জনতা পার্টির তৈরি হয়ে আছে। সবার মধ্যেই আছে। আমার উপলব্ধি ,আমার দায়িত্ব, আমাকে সকলকে নিয়ে একই ভাবে কাজ করতে হবে। আগামী দিন বিজেপি আরও হাওড়া জেলার প্রতিষ্ঠিতি লাভ করবে। আরও ভালো হবে এটাই আশা আমার”।
তিনি আরও বলেন, “হাওড়া জেলার যা পরিস্থিতি আছে আজ থেকে তা হাওড়া জেলার লোককে মুক্তি দেওয়ার চেষ্টা করতে হবে। ভালো রাস্তা, জল, আলো এগুলোর কথা চিন্তা করতে হবে। যে দায়িত্ব আমাকে আজকে দেওয়া হয়েছে কালকে পরশুদিন পর্যন্ত এই দায়িত্ব সুরজিৎ সাহা সামলাতেন। তিনি আমার আগে হাওড়া জেলার প্রেসিডেন্ট ছিলেন। তিনি যা করেছেন সেটা তার ব্যক্তিগত এটা তার অনেক উপরে”, বলেন নব নির্বাচিত কনভেনার।