নিজস্ব সংবাদদাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করায় বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। আর বহিস্কার হওয়ার পর তিনি কি তৃণমুল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সুরজিৎ সাহা এবিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও পরোক্ষভাবে তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি জানান ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে।অর্থাৎ তৃণমূলে যোগ নিয়ে পরে ভাবনা চিন্তা করবেন প্রয়োজন হলে। তৃণমূল নেতৃত্ব এবিষয়ে কিছু বলতে রাজী হয়নি।
আসন্ন পুর নির্বাচনে জন্য হাওড়া বিজেপির বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তিনি জানান সুরজিৎ সাহা ছাড়াই বিজেপি পুর নির্বাচনে ভালো ফল করবে। এবিষয়ে সুরজিৎ সাহা জানান বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপি আসা নেতাদের জন্যই খারাপ ফলাফল হয়েছে। পুর নির্বাচনে একই হাল হবে।রথীন চক্রবর্তী নিজের ওয়ার্ড দখলে রাখতে পারবেনা বলে চ্যালেঞ্জ করেন সুরজিৎ সাহা।
অন্যদিকে বহিস্কার হওয়ার পর রাজ্য বিজেপি নেতৃত্বের সাথে কোনো যোগাযোগ হয়নি বলে জানান বহিষ্কৃত বিজেপি সভাপতি।