নিজস্ব সংবাদদাতা: “আমার পিঠে দুটি স্ট্যাম্প মারার চেষ্টা করবেন না,একটা বিশ্বাসঘাতক ও দ্বিতীয় অসত্য,তার আগে যেন আমার মৃত্যু ঘটে”। খড়দা উপ নির্বাচনের গণনা কেন্দ্রে এসে এমনটায় জানালেন উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তৃণমূলে যোগদান বিষয়ের প্রশ্নে,তিনি বলেন, “আমার পিছনে ১০০ টি স্ট্যাম্প লাগান কিন্তু বিশ্বাসঘাতক ও অসত্য স্ট্যাম্প লাগাবেন না। খড়দা নির্বাচনে দল দায়িত্ব দিয়েছিল,আমার তরফ থেকে চেষ্টা করেছি দলকে দ্বিতীয় স্থানে তুলে আনার। প্রথম দিকে তেমনটা হলেও লাস্ট দু-তিনটে রাউন্ডে পিছিয়ে পরেছি,তা নিয়ে মূল্যায়ন করতে হবে” বলে জানান তন্ময় বাবু। তিনি এই ফলাফলে খুশি তার কারণ এই রাজ্যে বিজেপি শূন্য কর‍তে, সেটা ৪ টি কেন্দ্রের ফলাফল তাই হয়েছে, আর অখুশি দল দ্বিতীয় স্থানে উঠে আসবে ভাবলেও তা বাস্তবে হয়নি। তিনি আরও বলেন, “আমি আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, আমার রক্তের রঙ লাল, সেই লাল রঙকে ফিকে হতে দেব না। রাজনীতিতে সব সম্ভব হলেও রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত কলকাতায় বিজেপি আর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস হতে পারবো না, যতদিনই বাঁচব যে দলের সাথে ছিলাম সেই দলেই থাকব” বলে পরিস্কার করে দেন এই দিন তন্ময় ভট্টাচার্য।